Share with your friends

Microsoft Power Point দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ - একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়। - বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড ( Slide ) এ লেখা যায়। - স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়। - স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়। - স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) এ Store করা যায়। - স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়। - Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়। - Slide গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়। - Projector এর সাহায্যে Slide Show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।

Talk Doctor Online in Bissoy App