শেয়ার করুন বন্ধুর সাথে

মৌলসমুহের পারমাণবিক সংযোগ কতগুলো নিয়ম বা সূত্র মেনে চলে । এ নিয়মগুলোকে রাসায়নিক সংযোগ সূত্র বলে । রাসায়নিক সংযোগ সুত্র পাঁচটি । যথাঃ- ০১. ভরের নিত্যতা সূত্র, ০২. স্থিরানুপাত সূত্র, ০৩. গুণানুপাত সূত্র, ০৪. বিপরীত অনুপাত সূত্র এবং ০৫. গ্যাস আয়তন সূত্র ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ