শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা ব্যাকরণে আলোচ্যবিষয় ৪টি। ব্যাকরণ সাধারণত ভাষার বিভিন্ন উপাদানে গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণের মাধ্যমে তার সুষ্ঠু প্রয়োগবিধি আলোচনা করে। বিধি অনুসারে বাংলা ব্যাকরণে নিম্নবর্ণিত আলোচিত হয়ে থাকে। যথা: ১। ধ্বনিতত্ত্ব ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ৩। বাক্যতত্ত্ব বা পদক্রম ৪। অর্থতত্ত্ব বা বাগার্থ বিজ্ঞান।