বিমানে মূলত অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ) ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে। এছাড়াও বর্তমানে তরল অক্সিজেন ব্যবহৃত হয় রকেট ও জেট বিমানের জ্বালানি হিসেবে। ট্রেন বা রেলগাড়ির জ্বালানি হিসেবে সাধারণত ডিজেল ব্যবহৃত হয়। এছাড়াও বর্তমানে বিভিন্ন আধুনিক পদ্ধতির জ্বালানিতে ট্রেন চালানোর জন্য বিজ্ঞানীরা যথেষ্ঠ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন, হাইড্রোজেন গ্যাস দ্বারা ট্রেন চালনা।