Share with your friends

২০শে ফেব্রুয়ারী ২০১৮ থেকে ইউটিউব থেকে টাকা আয়ের কিছু নতুন নিয়ম বা শর্ত চালু হয়েছে। গত বছরে অর্থাৎ ২০১৭তে ইউটিউবে অনেক সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যা ছিল মূলত ইউটিউবে দেখানো বিজ্ঞাপনদাতাদের। সারা বিশ্ব থেকে বহু মানুষ ইউটিউবে এমন ভিডিও আপলোড করছিল যেগুলি বিজ্ঞাপনের পক্ষে সুবিধাজনক নয় বলে মনে করেছেন বিজ্ঞাপনদাতারা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। ইউটিউবের কোন ভিডিওতে কি বিজ্ঞাপন চলবে সেটা একটা প্রোগ্রাম দ্বারা নির্বাচন করা হয়।  ধরা যাক, একটি চকোলেট কোম্পানী চাইবে তার বিজ্ঞাপন সেইসব ভিডিওতে চলুক যেটা শিশুরা বা অল্পবয়সীরা দেখবে।  এবার ইউটিউবের কোনো ভিডিও আপলোডার একটি ভিডিও আপলোড করল, সেই ভিডিওর নাম দেওয়া হয়েছে বাচ্চাদের কবিতা। এবার ইউটিউবের মেশিন বা প্রোগ্রাম সেই চকোলেটের বিজ্ঞাপন এই বাচ্চাদের কবিতা ভিডিওতে দেখাতে শুরু করলো। কিন্তু আসলে দেখা গেল, বাচ্চাদের কবিতা নাম দেওয়া ভিডিওটি আসলে একটি অ্যাডাল্ট বা সেক্সুয়াল ভিডিও। অর্থাৎ চকোলেট কোম্পানীর বিজ্ঞাপন দেখানো হলো ঠিকই, কিন্তু সেটি টার্গেট দর্শককে হিট করতে পারলো না। এই কারণে সারা বিশ্ব থেকে প্রচুর বড় বড় বিজ্ঞাপন সংস্থা ইউটিউব থেকে তাদের বিজ্ঞাপন সরিয়ে দিল। ফলে, ইউটিউবের আয় গত বছর অনেক কমে যায়, শুধু তাই নয়, ইউটিউবের ইমেজ কলঙ্কিত হয়। ইউটিউব তাই এবার আগের থেকে বেশী কঠোর নিয়ম চালু করেছে ভিডিও ক্রিয়েটারদের জন্যে, এখন আর আপনি প্রথম দিন থেকেই টাকা ইনকাম করতে পারবেন না। ইউটিউবের নতুন নিয়ম হল - আপনার চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং লাস্ট ৩৬৫ দিনে আপনার চ্যানেলের সব ভিডিও মিলে টোটাল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। সুতরাং, এবারে ইউটিউবারদের, বিশেষ করে যাদের এখনও মনেটাইজড অপশন চালু হয় নি, তাদের আরো বেশী পরিশ্রম করতে হবে। রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। এবং ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচটাইম যথাযথ হলে তবেই ইউটিউব আপনার চ্যানেলটি ম্যানুয়ালি পর্যবেক্ষণ করবে এবং তারা যদি বোঝে আপনার চ্যানেলটি সমস্ত দিক থেকে সঠিক তবেই আপনার চ্যানেলে মনেটাইজড চালু হবে। সুতরাং কোনো অসৎ উপায় অবলম্বন করে ভিডিওর ভিউ বা সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ালে আখেরে ক্ষতি আপনার। ধৈর্য্য ধরুণ, সঠিকভাবে ভিডিও আপলোড করুন, নিয়ম মেনে চলুন, খুব শীঘ্র আপনিও ইউটিউব থেকে রোজগার করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App