শেয়ার করুন বন্ধুর সাথে

The very ruin of greatness are great এর অর্থ হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটি একটি প্রবাদ, এই প্রবাদটি শুধু আমাদের দেশ না সাড়া পৃথিবীতে জনপ্রিয়। স্থলের সবচেয়ে বড় এই প্রাণীর দাঁতের দাম অন্যান্য প্রাণীর সারা দেহের চেয়েও বেশি। জীবিত হাতি দিয়ে সার্কাস, কাঠ অথবা গাছ টানা, চাঁদা তোলা, হাতির উপর মাচা বানিয়ে বনে পর্যটক ঘুরিয়ে আয় করা যায়, কিন্তু জীবিত হাতির দাঁত জীবিত অবস্থায় খুলে ফেলা সম্ভব নয়, হাতি মরলে সেই দাঁতের দাম কল্পনার বাইরে। এক জরিপে দেখা গেছে প্রতি বছর কমপক্ষে ৩০ হাজার হাতি হত্যা করা হয় দাঁতের বিনিময়ে টাকা পাওয়ার লোভে। আশা করি বুঝতে পেরেছেন কেন হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ