শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহর পক্ষ হতে প্রেরিত কিতাবকে আসমানী কিতাব বলে।

কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। ইসলামি পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়েতের জন্য দিকনির্দেশনাস্বরুপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্যকথায় আল্লাহ তায়ালার বাণী সম্বলিত গ্রন্থাবলিকে আসমানি কিতাব বলা হয়।