শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমেই আমি বলব যে, বিপরীত শব্দগুলোর কিছুকিছু ভিন্নশব্দ, আবার কতগুলো বিভিন্ন উপসর্গ যোগে গঠিত হয়। আজাদ ভাই যে, উদাহরণ দিয়েছে সেটা হলো স্বামী-স্ত্রী,ছেলে-মেয়ে,নারী-পুরুষ ইত্যাদি বিপরীত শব্দ হলেও এগুলো বস্তুত লিঙ্গান্তর সঙ্গে সম্পর্কযুক্ত। আজাদ ভাইয়ের উত্তরটি হয়নি। মূল কথায় আসি। এখন, মনস্বী শব্দটি ভিন্ন একটি শব্দ। যার অর্থ উদার,মহান ইত্যাদি। মনস্বী বিপরীত শব্দ হলো সংকীর্ণমনা।. ব্যাখ্যা: সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বিপরীতে একই শ্রেণির শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা। তৎসম শব্দের বিপরীতে কোনো অবস্থাতেই অতৎসম(তদ্ভব,দেশি,বিদেশি) শব্দ ব্যবহার করা যাবে না। যেমন: জন্ম-মরা না হয়ে হবে জন্ম-মৃত্যু; ভ্রাতা-বোন, না হয়ে হবে ভ্রাতা-ভগ্নী, ইত্যাদি। এরকম সম্মুখে-পশ্চাতে কিন্তু সামনে-পেছনে, উচ্চ-নিচ, কিন্তু উঁচু-নিচ। বি.দ্র: শব্দের গঠনগত ও শ্রণীগত সমতা বজায় রাখতে হবে। যেমন ধরেন: লঘুত্ব-গুরুত্ব, সাকার-নিরাকার, সুরুচি-কুরুচি।