শেয়ার করুন বন্ধুর সাথে

যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অর্ধ-তৎসম শব্দ। যেমন: জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব>বোষ্টম, কুৎসিত>কুচ্ছিত।

যে সব শব্দ সংস্কৃত থেকে উৎপত্তি কিন্তু উচ্চারণে ও বানানে পরিবর্তিত হয়ে তাদের মূল রূপ (সংস্কৃত) বিশুদ্ধ রাখতে পারেনি,সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন: চন্দ্র>চন্দর,গৃহিনী>গিন্নি,প্রণাম>পেন্নাম ইত্যাদি।