শেয়ার করুন বন্ধুর সাথে

নারী ও শিশু পাচার কী  বিশ্বায়নের যুগে পুঁজি, পণ্য ও প্রযুক্তির মত পৃথিবী জুড়ে শ্রমের চলাচলও সহজ হওয়ার কথা৷ কিন্তু জটিল ইমিগ্রেশন নীতির কারণে গত শতাব্দিগুলোর তুলনায় বত॔মান সময়ে বৈধ পথে শ্রম অভিবাসন অনেক কম ঘটেছে৷ তবে পৃথিবী জুড়ে মানুষের চলাচল থেমে থাকেনি৷ নানা অবৈধ উপায়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশে গমন করছে৷ বিভিন্ন ধরণের অনিয়মিত চলাচলের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নারী ও শিশু পাচার৷   আন্ত॔জা॔তিকভাবে নারী ও শিশু পাচারকে আধুনিকযুগের দাসপ্রথা হিসেবে চিহ্নিত করা হয়৷ পাচার প্রতিরোধে সকলে একমত হলেও …পাচার কাকে বলে–এ বিষয়ে বড় ধরণের বিভ্রান্তি রয়েছে৷ পাচারের উদ্দেশ্য, প্রকৃতি, পদ্ধতি সবই আগের তুলনায় অনেক জটিল হয়ে গেছে৷ অন্যদিকে বিভিন্ন ধরনের অনিয়মিত অভিবাসন অনেক সময় পাচারের মত ফলাফল তৈরি করছে৷   সাধারণত: যে কোন ধরনের শোষণের উদ্দেশ্যে জোড় খাটিয়ে, ছল চাতুরী, ভয় ভীতি প্রদশ॔ন করে এবং চাপ সৃষ্টির মাধ্যমে অথবা যাকে পাচার করতে চায় তার ওপর কতৃ॔ত্ব রয়েছে এমন ব্যক্তিকে আইন বহিভূ॔ত উপায়ে টাকা দেওয়া নেওয়া করার মাধ্যমে লোক সংগ্রহ, স্থানান্তর, আশ্রয়দান ও অথে॔র বিনিময়ে গ্রহণ ইত্যাদি যেকোন কম॔কান্ডকে পাচার বলে গন্য করা হয়৷   ইন্টারন্যাশনাল অগা॔নাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর ব্যাখ্য অনুযায়ী মানুষ পাচার তখনই ঘটে যখন   একজন অভিবাসী জাতীয় অথবা আন্ত॔জা॔তিক সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে (চাকুরি প্রাপ্তির নিমিত্তে, অপহৃত হয়ে, বিক্রিত হয়ে) কোন কাজে নিযুক্ত হন৷   পাচারকারী এই কম॔কান্ডের যেকোন পযা॔য়ে উক্ত অভিবাসীকে প্রতারণা, পীড়ন বা অন্য যেকোন শোষণের মাধ্যমে তার মানবাধিকার লঙ্ঘন করে অথনৈতিক বা অন্য যেকোন প্রকার মুনাফা অর্জন করে৷