শেয়ার করুন বন্ধুর সাথে

১.নিজে একটু পরিষ্কার থাকুন,জামা কাপর পরিষ্কার রাখুন।মেয়েরা চায়,তার বয়ফ্রেন্ড ফিটফাট থাকুক। ২.পারফিউম ব্যবহার করুন,এটা মেয়েদের খুব পছন্দ।কারন শরীরে দুর্গন্ধ থাকলে প্রেম জমে উঠবে না। ৩.প্রতিদিন তার খোঁজ খবর নিন। ৪.সরাসরি কথা বলার সময় একভাবে চোখের দিকে তাকিয়ে থাকবেন। ৫.কথা বার্তা চলাকালীন শরীরের দিকে তাকাবেন না।এতে মেয়েটি ধরে নিতে পারে আপনি লুচ্ছা। ৬.মেয়েটির প্রশংসা করবেন খুব।যেমন তোমাকে আজ খুব সুন্দর লাগছে,তোমার চুলগুলো অনেক সুন্দর,এই জামা পড়লে তোমাকে খুব ভালো লাগে ইত্যাদি।আশা করি এতেই কাজ হবে।