বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির একটু বেশী,এবং বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১৬২০ মার্কিন ডলার!তথ্যসুত্র কারেন্ট নিউজ ২০১৭ নভেম্বর মাসের কপি!

চলতি  বছর জানুয়ারি পর্যন্ত হিসাব করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশে পুরুষের সংখ্যা ৮ কোটি ১০ লাখ এবং নারীর সংখ্যা ৮ কোটি ৭ লাখ ৫০ হাজার। সুতরাং দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৷ জরিপের তথ্যানুযায়ী দেশে পাঁচ বছরের ব্যবধানে ৪ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমেছে প্রায় ২২ ভাগ। মাতৃমৃত্যু হারও কমেছে। গড় আয়ু বেড়ে হয়েছে ৭১ দশমিক ৬ বছর। স্বাক্ষরতার হার বেড়ে হয়েছে ৭১ শতাংশ। তবে এক থেকে ১১ মাস বয়সী শিশুমৃত্যুর হার গত তিন বছরেও কোন পরিবর্তন হয়নি। প্রতিহাজারে মৃত্যুহার ৯ জনে স্থির রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার বাড়েনি পাঁচ বছরেও। তাছাড়া অস্বাভাবিক হারে বেড়েছে মাইগ্রেশন বা স্থানান্তর। এবং মাছাপিছু আয়:--  ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় ১৬০২ ডলার