শেয়ার করুন বন্ধুর সাথে

কপি পেষ্ট বলতে কী বুঝায়ঃ সোজা বাংলায় বলতে গেলে অন্যের কষ্ট করে তৈরী করা জিনিষ কোন কষ্ট করা ছাড়াই নিজের বলে চালিয়ে দেয়া।  ধরুন——আপনি অনেক গবেষনা করে, অনেক পরিশ্রম করে একটা জিনিষ নিয়ে লিখলেন। লিখতে আপনার মোটামোটি ২-৩ ঘন্টা খরচ হলো। এখন অন্য কেউ সেই লেখা টা আপনাকে কোন কিছু না জানিয়ে ই নিজের বলে চালিয়ে দিলো্‌… সাথে বিন্দুমাত্র কোন ক্রেডিট ও দিলো না।  এটাই কপি যাকে ইংরেজীতে বলা হয় “plagiarism”.. তাছাড়া এরকম ও হতে পারে… কেউ একটা সিক্রেট জিনিষ বের করলো অনেক গবেষনার পর, যেটা সে যায় না তার পারমিশন ছাড়া কেউ শেয়ার করুক কোথাও… সেই জিনিষটা আপনি তাকে ক্রেডিট দিয়ে সবার সাথে শেয়ার করলেন কিন্তু সেই ব্যাক্তির পারমিশন নিলেন না… এটাও অপরাধ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ