সাইটে নতুন কোনো ডিজাইন করলে বা নতুন কোনো ফিচার এড করলে অবশ্যই ভালো লাগে।তবে পুরো প্রশ্ন অ্যানসারকে ইংরেজী ভার্সনে করাটা পছন্দ হয়নি।এটা বাংলা ভাষাভাষি মানুষের জন্য প্রশ্নত্তোর ভিত্তিক ওয়েব সাইট।তাহলে এটা ইংরেজী ভার্সনে চলবে কেন? যদি ইংরেজী ভার্সনের খুব প্রয়োজন হয়,তাহলে বাংলা ইংরেজী দুই ভার্সনে করা উচিত।এতে যার যে ভার্সনটা খুশি,সেটাই ব্যবহার করতে পারবে।অথবা শুধু বাংলা ভার্সনই রাখা যেত।আমার কাছে,বাংলা ভার্সনটাই বেষ্ট।