শেয়ার করুন বন্ধুর সাথে

সবাই গুছিয়ে কথা বলতে পারে না... অনেক মানুষ কে এ দেখবেন খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছে... কারো কারো এটা জন্মগত প্রতিভা, আবার এমন অনেক কে ই আমি দেখেছি যে তারা আগে গুছিয়ে কথা বলতে পারত না কিন্তু একটা নিদৃষ্টি পরিবেশে চলতে চলতে তারা ও এখন শিখে গেছে যে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়... যে কথা গুলো বলবেন তার শৃঙ্খলা মনের ভিতর আগে থেকে ই তৈরী করুন তারপর বলুন... আর যদি না পারেন তবে শুনুন যে অন্যরা কিভাবে বলে... কোনো একজন ভালো বক্তাকে অনুসরণ করুন আর নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরী করুন... আর বেশি বেশি কথা বলার অভ্ভাস করুন, বেশি কথা বলতে গিয়ে আবার অপ্রাসঙ্গিক কথা না বলা ই শ্রেয়... গুছিয়ে কথা বলার জন্য কোনো বই আছে কি না তা আমার জানা নেই তবে দেশী অনেক গল্প,উপন্যাস বা কবিতা বই গুলো পড়তে পারেন যা আপনাকে গুছিয়ে কথা বলার ক্ষেত্রে অনেক তা ই সাহায্য করবে এবং আপনাকে করতে তুলবে অনেক বেশি আত্মবিশ্বাসী...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ