হ্যা সামরিক বাহিনী তে মানবিক হতে যাওয়া যায়।    যোগ্যতা --  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫ প্রাপ্তরা আবেদন করতে পারবেন। ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেডে উত্তীর্ণ হতে হবে। অথবা ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও একটিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেডে উত্তীর্ণ হতে হবে।  ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ-৫/সমমান থাকতে হবে।