শেয়ার করুন বন্ধুর সাথে

মুখে দ্রুত হিসাব করার জন্য কয়েকটা কৌশল অবলম্বন করতে পারেন। যেমন: ১.৩০, ৪০, ৫০ এরকম ০ যুক্ত সংখ্যা হিসাব করার ক্ষেত্রে প্রথমে ০ গুলোকে বাদ বা উহ্য রেখে হিসাব করে ফলের সাথে পরে ০ মিলিয়ে নিন। যেমন: ৪০ ও ৩০ কে যোগ করতে ৪+৩=৭ সাথে ৪০ এর এক ০ ও ৩০ এর এক ০ মোট দুই শূন্য মিলিয়ে নেলে উত্তর হয় ৭০ এভাবে গুন, ভাগ ও বিয়োগ করতে পারবেন। ২. আবার তিন, চার বা বহু সংখ্যা বিশিষ্ট হিসাবের ক্ষেত্রেও ঐ একই নিয়ম অনুযায়ী হিসাব করুন। যেমন : ৬০+৭০+৯০=? এখন ৬,৭,৯ যোগ করে সাথে তিন ০ মনে মনে মিলিয়ে নেলে ৬০+৭০+৯০ এর উত্তর হয়ে যাবে। ৩. আবার একটি সংখ্যায় ০ নেই অপরটিতে আছে এরকম হলেও উক্ত নিয়মে হিসাব করতে পারবেন। যেমন : ১২০×৫=? এখন ১২ গুনে ৫ হয় ৬০ সাথে এক ০ তাহলে উত্তর হয় ৬০০। ৪. মুখে দ্রুত হিসাব করার জন্য আঙ্গুলের কর ব্যবহার করতে পারেন। উক্ত পদ্ধতি গুলো চর্চা করলে সময়ের ব্যবধানে দ্রুত থেকে দ্রুততর হিসাব কষতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ