কোন অর্থ আয়ের উদ্দেশ্যে উইকিপিডিয়া সৃষ্টি হয়নি । এটি একটি অলাভজনক ওয়েবসাইট বা নন প্রফিট ওয়েবসাইট । এই ওয়েবসাইট পরিচালনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থা । এই ফাউন্ডেশনের অধীন আরো কিছু ওয়েবসাইট আছে যেমনঃ উইকিসোর্স , উইকিশনারি । উইকিমিডিয়া ফাউন্ডেশন বিভিন্ন খাত থেকে প্রতিবছর অনুদান সংগ্রহ করে যা থেকে উইকিপিডিয়া , উইকিসোর্স ইত্যাদি প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের ব্যায় নির্বাহ করা হয় ।