শেয়ার করুন বন্ধুর সাথে

চৌম্বক পদার্থের মধ্যে ওয়েবারের উপাদানগুলি এলোমেলো ভাবে বিশৃঙ্খল অবস্থায় সাজানো থাকায়, একটি অণুচুম্বকের কোনো একটি মেরু অপর অণুচুম্বকের বিপরীত মেরু দ্বারা প্রশমিত হয়ে যায়। এর ফলে কোনো মুক্ত মেরু থাকে না। এইরূপ বদ্ধমুখ শৃঙ্খলকে ইউইং শৃঙ্খল বলে।