শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো নিউক্লিয়াসের ভর এর মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রন তথা নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টির সমান হওয়ার কথা। কিন্তু দেখা গেছে কোনো নিউক্লিয়াসের ভর এর মধ্যে অবস্থিত নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি অপেক্ষা সামান্য কম। অর্থাৎ নিউক্লিয়নগুলো মিলিত হয়ে নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা ভর অদৃশ্য হয়। একে ভর ত্রুটি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ