সাধারণত প্রশ্নোত্তর সাইটে 10-15 টি প্রশ্নোত্তর থাকলেও এডসেন্স পাবেন। তার জন্য কিছু শর্ত মানতে হবে। 1। আপনার সাইটে একটি টপ লেবেল ডোমেইন থাকতে হবে। 2। আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলী হতে হবে 3। আপনার সাইটের লোডিং স্পিড ভালো থাকতে হবে। 4। আপনার সাইটে কপিমুক্ত 500-100 শব্দের আর্টিক্যাল থাকতে হবে। 5। আপনার সাইটের নেবিগেশন সিম্পল আর ইউজার ফ্রেন্ডলী হতে হবে। এক্ষেত্রে সাইটের বয়স কোন ব্যাপার না বা ভিজিটর না থাকলেও আপনি এডসেন্স পাবেন। তবে এডসেন্সের আবেদন করার আগে দেখে নিবেন সবগুলো পোস্ট গুগল ইনডেক্স করেছে কি না।