দাঁতের মাড়ির ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি  # লবণ পানি:- একেবারে সাধারণ এবং প্রচলিত এই প্রক্রিয়া আসলেই কার্যকর। এক গ্লাস গরম পানিতে বেশি করে লবণ গুলে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব। দাঁতের ব্যথার কারন হিসেবে যদি কোনও জীবাণু থেকে থাকে তবে তা দূর হবে।।।  # লবঙ্গ:- যে দাঁতটা ব্যথা করছে, তার ওপরে বা পাশে (যেখানে ব্যাথা) একটা লবঙ্গ রেখে দিন।।।  এছাড়া আদা, এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে সেটা আক্রান্ত দাঁতের ওপর চেপে রাখুন। পেঁয়াজের রসটা উপকারে আসবে।  তবে মনে রাখবেন, এই প্রতিকারগুলো আপনাকে কিছুটা সময়ের জন্য ব্যথা থেকে মুক্তি দিবে।। তবে,আপনি ডাক্তার দেখানোর কথাটা ভুলে যাবেন না যেন। যেহেতু আপনার দাতের মাড়ি ফুলে গেছে তবে বুঝতে হবে ইনফেকশন হয়ে গেছে এবং অতি সত্ত্বর ডেন্টিস্টের সাথে দেখা করুন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে কিছুই করতে হবে না এটা দাত হওয়ার লক খোন । এই ব্যথা আমার হয়ে ছিল এমনি ঠিক হয়েছে । এমনি ঠিক হয়ে যাবে সম্সেসা নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ