তোমার কথাগুলো ভারি সোশ্যালিস্টিক বলতে বিড়ালের মুখ দিয়ে অধিকারবিষয়ক যুক্তিনিষ্ঠ কথাকে বোঝানো হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল রচনায় বিড়ালের কণ্ঠে পৃথিবীর সব বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ প্রতিবাদ-মর্মবেদনা যুক্তিগ্রাহ্য সাম্যতাত্ত্বিক সৌকর্যে উচ্চারিত হয়েছে। একজন সোশ্যালিস্টিক যেমন সমাজের বিভিন্ন অসংগতি জনসমক্ষে তুলে ধরেন, বিড়ালের মুখ দিয়ে লেখকও তেমনি সমাজের শ্রেণিবৈষম্য তুলে ধরেছেন। বিড়ালের এই সুবিচারিক, সুতার্কিক কথা শুনে কমলাকান্ত বিড়ালের কথাগুলোকে সোশ্যালিস্টিকের কথার সঙ্গে তুলনা করেছেন, যা আলোচ্য উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে।