শেয়ার করুন বন্ধুর সাথে

নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনে ছুটে যায় পশ্চাৎমুখী ক্রিয়া বলের জন্য। নৌকা থেকে লাফ দিতে হলে নৌকাকে পশ্চাৎমুখী একটি বল প্রয়োগ করতে হয়। এটা হলো ক্রিয়া বল। সুতরাং নিউটনের ৩য় সূত্রানুসারে নৌকাটিও একটি সমান ও বিপরীতমুখী তথা সম্মুখমুখী বল প্রয়োগ করে, যেটি প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের কারণেই নৌকা থেকে লাফ দেয়া সম্ভব হয়। অপরদিকে, পশ্চাৎমুখী ক্রিয়াবল প্রয়োগ করায় নৌকাটি পেছনের দিকে ছুটে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ