শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার প্রশ্নটা হাস্যকর। আপনি এখনো বিয়েই করেন নি কিন্তু বিয়ের পর কি হবে না হবে তার জন্য ডাক্তার দেখাতে চাচ্ছেন। যাই হোক হস্ত মৈথুন আর সেক্স দুইটা আলাদা জিনিস। ইন্টারকোর্সের সময় মানুষ রিলাক্স মোডে থাকে, তাড়াহুরার কিছু থাকেনা। আর হস্তমৈথুন বা মাস্টারবেশনের সময় সাধারণ নিয়মেই ভয় উত্তেজনায় দ্রুত বীর্যপাত হয়ে যায়। বিয়ের পরেও সাধারণ কিছুদিন পুরুষের মধ্যে এই সমস্যা দেখা যায় আস্তে আস্তে সেটা ঠিকও হয়ে যায়। আমার কাছেও প্রতিদিন অনেক রোগী আসে এই সমস্যা নিয়ে।  আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি সবার আগে হস্তমৈথুন ছেড়ে দিন। তারপর সব ধরণের পর্ণগ্রাফি ও বাজে অভ্যাস থেকে দূরে থাকুন, সব ধরণের তামাক পরিহার করুন, পর্যাপ্ত ও সময়মত ঘুম আর পানি পানই আপনার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট। আপনি যে আসলেই যৌন দূর্বলতায় ভুগছেন তা বিয়ের 2/3 মাস পরে ছাড়া নির্ধারণ করতে পারবেন না। যদি তখন সমস্যা দেখা দেয় তবে তখন চিকিৎসা নিবেন। এভাবে দুশ্চিন্তা করে নিজে নিজেই অসুস্থ্য হয়ে যাবেন না।  পুরুষের যৌন শক্তি আসে তার খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ পুস্টিকর খাবার খান। ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ