Share with your friends

প্রমাণ হাইড্রোজেন তড়িত্দ্বার ও জিংক তড়িত্দ্বারের সমন্বয়ে গঠিত কোষের তড়িত্চালক বল -0.76V। এ ক্ষেত্রে হাইড্রোজেনের তুলনায় জিংকের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তাই জিংক তড়িত্দ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং জিংকের জারণ বিভব ধনাত্মক ও বিজারণ বিভব ঋণাত্মক হয়। যেহেতু প্রমাণ হাইড্রোজের তড়িত্দ্বারের বিভব শূন্য, তাই জিংক তড়িত্দ্বারের বিজারণ বিভব -0.76V.

Talk Doctor Online in Bissoy App