শেয়ার করুন বন্ধুর সাথে

গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণু এর নিকটতম অন্য তিনটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জালের মতো একটি সমতলীয় স্তর তৈরি করে। এ ক্ষেত্রে একটি মুক্ত ইলেকট্রন থাকায় গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে; অন্যদিকে হীরক স্ফটিকে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বৃহদাকার অণুতে পরিণত হয়। হীরকের কার্বন পরমাণুর সব যোজনী ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যবহৃত হওয়ায় কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ