Share with your friends

এম এম কিট সেবন খাওয়ার পর যে সবসময় গর্ভপাত সফল হবে এমন নয় ৷ কারন গর্ভের বয়স ৯ - ১০ সপ্তাহের মধ্যে হলে গর্ভপাত সফল হতে পারে৷ তাও যদি ভ্রুন জরায়ুতে অবস্থান করে ৷ কিন্তু ভ্রুন জরায়ুর বাইরে থাকলে গর্ভপাত সফল হবে না ৷ কারন এমএমকিট কেবল জরায়ুর উপর কাজ করে ৷ অন্য কোথাও এর ভূমিকা নেই ৷ তাই এমএম কিট সেবনের আগে অবশ্যই আল্ট্রাসনোগ্রাফি করে জরায়ু অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরী ৷ কেননা ভ্রুন যদি জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউবে অবস্থান করে (একটোপিক প্রেগন্যানসি ) তাহলে এম এম কিট সেবন করে কোন কোন লাভ নেই ৷ বরং জটিলতা আরো বেড়ে যাবে ৷ এখন আপনার প্রশ্নের উত্তরে আসি ৷ হয়তো আপনার স্ত্রীর ক্ষেত্রে এমন কিছু হতে পারে ৷ তাই দেরি না করে অভিজ্ঞ গাইনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ৷ অথবা আল্ট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হয়ে নিন ভ্রুন (বেবি) কোথায় আছে ৷ কিংবা আদৌ আছে কি না? দয়া করে যা করবেন দ্রুত করেন অন্যথায় অনাকাঙ্ক্ষিতভাবে বিপদ আসতে পারে৷

Talk Doctor Online in Bissoy App