এভাবে খাওয়া- দাওয়া অনুষ্ঠান করার পরে সম্মিলিতভাবে দোয়া-মোনাজাত করার প্রচলিত রীতি টি বিদআত। এটি আমাদের সমাজের একটা ট্রেডিশন। এই রীতি থেকে বের হয়ে আসা কর্তব্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জমানায় সাহাবায়ে কেরাম একসাথে খাদ্য গ্রহণ করে কখনো সম্মিলিত দোয়া মোনাজাত করেছেন বলে প্রমাণিত নয়। এতিম শিশু বা তাদের পরিচালনাকারী কোন ব্যক্তি এমনটি করলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। উল্লেখ্য যে, এতীমদেরকে দেখাশোনা করা, তাদের খরচ-পাতি দেওয়া, তাদের প্রতি যত্ন নেয়া জান্নাতে প্রবেশের অন্যতম কারণ। তাই আমাদের সকলের উচিত, যথাসম্ভব এতিমদের প্রতি যত্নশীল হওয়া। আল্লাহ তাওফীক দান করুন। আমীন।