ফেসবুক ব্যাবহারের ফলে অনেক নতুন নতুন অবান্চিত বন্ধু অামাদের ফ্রেন্ড লিষ্টে যোগ হয়ে থাকে এভাবে হতে হতে এক সময় ফেসবুকের ফ্রেন্ডলিষ্ট প্রায় ৫০০০ এর তালিকা পূর্ন হয়ে যায়। তালিকা পূর্ন হয় ঠিকি কিন্তু চেনা মানুষের সংখ্যা খুবি কম থাকে একটা নতুন স্টাটাস দিলে লাইক কমেন্ট তো দুরের কথা কেউ একনজরের জন্য ও দেখেনা। মাঝে মাঝে মনে হয় আর ফেসবুক ব্যাবহার করবোনা! কিন্তু না করলেও তো হয় না ভালো লাগে না ফেসবুক ছারা তাইনা? কিন্তু এখন কি করা যায়? এই অবান্চিত বন্ধুগুলোকে কিভাবে ডিলিট করা যায় একটা একটা করে ডিলিট করবো? কিন্তু একটা একটা একটা করে ডিলিট করলে তো অনেক সময় লাগবে কতদিনে এই ৫০০০ বন্ধুকে ডিলিট করবো? না অন্য পদ্ধতি দেখতে হবে। কিন্তু কিভাবে একসাথে সকল বন্ধুকে ডিলিট করবো? সকল বন্ধু যদি একসাথে ডিলিট করতে পারতাম তাহলে তো অনেক কষ্ট কম হতো?কিন্তু এমন কি কোন নিয়ম আছে যার মাধ্যমে ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করা যায়? প্রিয় পাঠক, অবশ্যই আছে আপনি যদি আমার আজকের এই টিউনটি স্কিপ না করে সম্পুর্ন পরেন তাহলে অবস্যই আপনি ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করতে পারবেন। আপনার ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করার জন্য প্রয়োজন পরবে একটি কম্পিউটারের কম্পিউটার দিয়ে অনেক সহজ পদ্ধতিতে দেখিয়ে দিবে যে কিভাবে ফেসবুকের সকল ফ্রেন্ডকে একসাথে ডিলিট করা যায়। তাই নিচের দেখানে পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পরবেন। পয়েন্টঃ১ প্রথমে কম্পিউটার ওপেন করবেন এবং ডাটা কানেক্ট করে নিবেন নেয়ার পরে পিসিতে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিবেন যদি না ইনস্টল করা থাকে তাহলে গুগল থেকে ডাউন লোড করে ইনস্টল করে নিবেন । পয়েন্টঃ ২ গুগল ক্রম ইনস্টল করে নেয়ার পরে গুগলে গিয়ে সার্চ করবেন (All Friend Remover For Facebook)সার্চ করার পরে গুগলের প্রথম পেজে একটি এক্সটেনশন চলে আসবে সেটি গুগলক্রমে এড করে নিবেন যারা করতে পারতেছেন না তারা নিচের দেখানো পিকচারটিকে লক্ষ করে এড করে নিবেন। গুগল ক্রমে এড করার পরে কম্পিউটারে নতুন একটি টেব ওপেন করে যে ফেসবুক আইডির সকল বন্ধুকে রিমোভ করকে চাচ্ছেন সেই আইডিটি লগ-ইন করে নিবেন। নেওয়ার পরে যে এক্সটেনশনটি গুগল ক্রমে এড করে নিলেন সেই এক্সটেনশনটি ওপেন করুন। ওপেন করার পরে নিচের পিকচারটির মতো একটি লেখা চলে আসবে সেখানে স্টেপ ওয়ানে ক্লিক করেবেন। ক্লিক করার পরে কিছু সময় নিবে নেয়ার পরে আপনার ফেসবুকের যত বন্ধু আছে সবগুলো চলে আসবে। পয়েন্টঃ৩ সবগুলো বন্ধু চলে আসার পরে এখন আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি অনুসরন করতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার জন্য গুগলে এড করা সেই এক্সটেনশনটিতে দেখতে পারবেন আনফ্রেন্ড অল(Unfriend All) নামের লেখা আছে সেই লেখাতে ক্লিক করেবেন। ক্লিক করার পরে ধিরে ধিরে আপনার ফ্রেন্ডলিষ্টে থাকা সকল বন্ধু ডিলিট হওয়া শুরু করবে। এবং কিছু সময় পরে দেখবেন আপনার ফেন্ডলিষ্টের সকল বন্ধু গুলো পরপারে চলে গেছে আপনাকে ছেরে। বিদ্রঃ উপরের এই পদ্ধতি অবলম্বন করলে আপনার সকল বন্ধু ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি আমার সকল বন্ধুকে ডিলিট করবোনা কিছু গুরুর্তপূর্ন পূর্ন বন্ধু আছে যাদের রাখতেই হবে তাহলে আপনার জন্য সাজেশন হলো উপরের দেখানো এক্সটেনশনটির প্রথম স্টেপ ওপেন করার পরে আপনার বন্ধু লিষ্টের সকল বন্ধুর তালিকা যখন চলে আসবে তখন বন্ধু গুলোর নামের পাসে তিনটা ডট চিন্হ দেখতে পারবেন সেখানে ক্লিক করে অবান্চিক বন্ধুগুলোকে ডিলিট করে দিতে পারেন।এভাবে আপনি আপনার ফেসবুকের অপরিচিত বন্ধুকে চিরতরে বিদায় করে দিতে পারেন।