শেয়ার করুন বন্ধুর সাথে

ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।

মানুষ তার মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বাগ্-যন্ত্র থেকে যে আওয়াজ সৃষ্টি করে, তাকে ধ্বনি বলে। ধ্বনি হল ভাষার মূল উপাদান। ধ্বনির সমাবেশে গড়ে ওঠে শব্দ, শব্দের সমাহারে হয় বাক্য। সেই বাক্য আমাদের মনের ভাবকে বহন করে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনি ও বর্ণ সম্পর্কে বিস্তারিত জানুন।