শেয়ার করুন বন্ধুর সাথে

অনেক পুরুষেরই প্রশ্ন এটা যে তাঁর পেনিস কালো কেন? এর ঠিক উত্তর দিতে পেরেছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। এবার আপনাদের জানায় যে- ভারতীয় শাস্ত্রও কিন্তু একথায় বলেছে। বহুবার পুরুষের লিঙ্গের উল্লেখ এসেছে হিন্দু শাস্ত্রে। এবং সব ক্ষেত্রেই সেটাকে কালো বলে বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু কেন? আসলে ঘাম মানুষের চামড়ার নমনীয়তা নষ্ট করে দেয়। উপরন্তু চামড়ার রং অনেক খানি নির্ভর করে জলবায়ুর ওপর। ভারতের জলবায়ু আর্দ্র। তাই মানুষের যোনি ও লিঙ্গের চারিদিকে প্রচন্ড ঘাম হয়। আর সে কারনেই এই জায়গাটি কালো হয়ে যায়।