যেকোনো ধরনের স্যালাইন স্বাস্থের জন্য অনেক ভালো।  বিশেষ করে রমজান মাসে পানিশূন্যতা পূরণের জন্য।  তবে যেকোন ধরনের স্যালাইন সঠিক নিয়মে বানাতে হবে। গরম বা ঠান্ডা পানিতে স্যালাইন মেশানো যাবে না এবং মেশানো স্যালাইন সংরক্ষণ করা যাবে না। সঠিক নিয়মে তৈরি না করলে স্ট্রোক করে বা কিডনি ফেইল হয়ে মারাও যেতে পারেন।