শেয়ার করুন বন্ধুর সাথে

মৌলিক অনুঃ  একই মৌলের একাধিক পরমাণু বন্ধন দ্বারা যুক্ত হয়ে অণু গঠন করলে, সেই অনুকে মৌলিক অণু বলে। এইসব অনুকে বিশ্লেষণ করলে একই ধর্ম বিশিষ্ট মৌলিক পরমাণু  ভিন্ন অন্য কোনো পরমাণু পাওয়া যায় না। উদাহরণঃ  দুটি ক্লোরিন পরমাণু বন্ধন দ্বারা যুক্ত হয় ক্লোরিন অনু (Cl₂) গঠন করে। এই ক্লোরিন অনুকে বিশ্লেষণ করলে শুধু ক্লোরিন পরমাণু পাওয়া যায়।  আবার, দুটি হাইড্রোজেন পরমাণু বন্ধন দ্বারা যুক্ত হয়ে হাইড্রোজেন অনু (H₂) গঠন করে। যাকে বিশ্লেষণ করলে শুধু হাইড্রোজেন পরমাণুর পাওয়া যায়।  অনুরূপভাবে, N₂ ; O₂ ; F₂ ইত্যাদি দ্বিমৌলিক গ্যাস। যারা মৌলিক অনু নামে পরিচিত।  আবার, একটি সালফার অণুতে ৮টি পরমাণু যুক্ত হয়ে অণু (S₈) গঠন করে। এখানে সালফার অনুকে বিশ্লেষণ করলে শুধু সালফার পরমাণু পাওয়া যায়। আবার, ফসফরাসের একটি অণু (P₄) চারটি পরমাণু দ্বারা গঠিত। যা বিশ্লেষণ করলে শুধু ফসফরাস পরমাণু পাওয়া যায়।  এদেরকে মৌলিক অনু বলা হয়। অর্থাৎ, একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে অনু গঠন করলে তাদেরকে মৌলিক অনু বলে।