শিক্ষার্থী হিসেবে আমার ২৪ ঘণ্টার একটি রুটিন তৈরি করা হলোঃ         ভোর ৫:০০ টায় – ঘুম থেকে উঠা               ৫:২০ টায় – নামাজ             ৫:৪০ টায় – হালকা নাস্তা           সকাল ৬:০০ টায় – শরীরচর্চা           ৬:৩০ টায় – সকালের নাস্তা    ৭:০০ টায় – পড়তে বসা (গণিত, ইংরেজি)     ৯:০০ টায় – ব্যাগ, পড়ার টেবিল গুছানো     ৯:৩০ – দুপুর ১:০০ টায় – বিদ্যালয়ে  অবস্থান(টিফিনের সময় টিফিন করা)      দুপুর ১:১০ টায় – ফ্রেশ হওয়া, নামাজ            ২:০০ টায় – দুপুরের খাবার   ২:৩০ – বিকেল ৪:৩০ টায় – বিশ্রাম নেয়া            বিকেল ৪:৪৫ টায় – নামাজ      ৫:০০ টায় – অবসরে খেলাধুলা করা     সন্ধ্যা ৬:০০ টায় – নামাজ, হালকা নাস্তা         ৬:৩০ টায় – পড়তে বসা        রাত ৮:০০ টায় – নামাজ        ৮:৩০ টায় – রাতের খাবার        ৯:০০ – ১১:০০ টায় – পড়ালেখা         ১১:১০ – ভোর ৫:০০ টায় – ঘুম