শেয়ার করুন বন্ধুর সাথে

সকল পদার্থ তার স্থিতিশীল অবস্থায় থাকতে চাই।  কিছু পদার্থ আছে যারা ইলেকট্রন ত্যাগ করে স্হিতিশীল অবস্থা প্রাপ্ত হয়। আবার কিছু পদার্থ আছে যারা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়।  এই পদার্থগুলি যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন এরা ইলেকট্রন আদান প্রদান করে স্হিতিশীল অবস্থা প্রাপ্ত হয়।  যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে জারণ বিক্রিয়া এবং যে বিক্রয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়।  অর্থাৎ যে সকল বিক্রয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়।   সুতরাং পদার্থ গুলি স্থিতিশীলতা অর্জন করার জন্য ইলেকট্রন আদান প্রদান করে জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ