শেয়ার করুন বন্ধুর সাথে

পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। সমবায় স্বল্পবিত্তসম্পন্ন মানুষের সংগঠন। এর উদ্দেশ্য হল সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। একতাই বল — এরূপ সংগঠনের মূলমন্ত্র। এরূপ ব্যবসায়ের সফলতা অর্জনে কতিপয় আদর্শ বা মূলনীতি অনুসরণ করতে হয়। যার কোনোটিই একমালিকানা, অংশীদারি বা যৌথমূলধনী ব্যবসায়ের সঙ্গে মিলে না। তাই সমবায় সমিতি অন্য ব্যবসায় থেকে ভিন্নতর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ