শেয়ার করুন বন্ধুর সাথে

জার্মান রসায়নবিদ ফ্রেডারিক ভোলার প্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ হতে জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগে বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন। এরপর হতেই শুরু হলো একের পর এক জৈব যৌগের সংশ্লেষণের জয়যাত্রা। প্রকৃতপক্ষে পরীক্ষাগারে জৈব যৌগের সংশ্লেষণের পথ উন্মুক্ত করেন। সে কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়।  তিনি পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। NH₄CNO <----> NH₂-CO-NH₂

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ