শেয়ার করুন বন্ধুর সাথে

ডাইকে প্রধানত: দুই ভাগে ভাগ করা হয়। ন্যাচারাল বা প্রাকৃতিক ডাই : এ ধরনের ডাই প্রাকৃতিক উৎস যেমন উদ্ভিদ, প্রাণি এবং খণিজ লবন থেকে তৈরি করা হয়। প্রকৃতিজাত ডাই এর অনেক লম্বা ইতিহাস রয়েছে। তবে, এসব ডাই এখন আর বাণিজ্যিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হয় না। সিনথেটিক বা কৃত্রিম ডাই : কৃত্রিমভাবে গবেষণাগারে উৎপাদিত ডাইকে সিনথেটিক ডাই বলা হয়। রাসায়নিক পদার্থের সংমিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়। তবে, বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিম ডাই তৈরি করতে যে ধরণের কেমিক্যালস ব্যবহৃত হয় তার উৎস হল পেট্রোলিয়াম বা আলকাতরা জাতীয় পদার্থ। সংগ্রহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ