শেয়ার করুন বন্ধুর সাথে

স্ক্রুকে খোলার জন্য একটি মোচড় বল প্রয়োগ করলে ঘূর্ণন সৃষ্টি হয়। এরূপ বলকে ঘূর্ণন বল বলে। একে টর্ক বা বলের ভ্রামকও বলা হয়ে থাকে। একটি ডান হাতি স্ক্রুকে ঘূর্ণন বল প্রয়োগে ঘুরানো হলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, ঘূর্ণন বলটির দিক হবে সেদিকে। ঘূর্ণন বল একটি ভেক্টর রাশি। একে τ (টাউ) দ্বারা প্রকাশ করা হয়।