শেয়ার করুন বন্ধুর সাথে

সুষম রৈখিক গতিতে বেগের পরিবর্তন শূন্য হওয়ায় অর্থাৎ, বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকায় ত্বরণ থাকে না। কিন্তু সুষম বৃত্তাকার গতিতে বেগ সর্বদা বৃত্তাকার পথের যেকোন বিন্দুতে স্পর্শক বরাবর ক্রিয়া করে। এজন্য বেগের মান এক হলেও দিক সর্বদা পরিবর্তনশীল হওয়ায় বেগের পরিবর্তনের মান শুন্য হয় না। এজন্য সুষম বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ