শেয়ার করুন বন্ধুর সাথে

কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সংখ্যাকে ওই মৌলের যোজ্যাতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলে। যেমন : ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ L এ 5 টি ইলেকট্রন আছে। অতএব ফ্লোরিনের যোজ্যাতা ইলেকট্রন আছে 5টি।