শেয়ার করুন বন্ধুর সাথে

না, বরং ২৬ করলে খুশি হতাম। আমি রাষ্ট্রপ্রধান হলে তা-ই করতাম। কি, পাগলামি মনে হয়? আসলে আমার মতে ২৬ বছর পর্যন্ত জীবন সময় কাটালে যেকোনো মানুষেরই (পুরুষ হোক বা নারী) যথেষ্ট জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতা-- তিনটাই যথেষ্ট শক্তিশালি হয়। তারা বুঝতে পারে কে তার জন্য পার্ফেক্ট জীবনসঙ্গী হবে। (অবশ্য এর ব্যতিক্রম আছে, তবে বেশি খুব একটা না) আমার খালাতো ভাইয়ের সাথে থেকে মোটামোটি এই জ্ঞানটুকু বুঝতে পেরেছি। তার বয়স ৩০+। বিয়ে করে নাই কারণ এখনো পেশায় উঠে দাড়াতে সময় লেগেছে। উঠে দাড়ানোর পর যখনই পেশায় টিকে থাকার ব্যাপারে সিকিওর ফীল করেছে তখনই বিবাহের জপমালা শুরু। আমি চুপ থেকে বুঝার চেষ্টা করছিলাম সে যদি পুরুষ না হয়ে নারী হতো তবে কী হতো। দীর্ঘদিন সময় পার হওয়ার পর বুঝতে পেরেছিলাম যে “ঠিকই তো। ২৬+-ই ঠিক।” তাই আমি বলব না কমিয়ে ২৬ এ আনলে ভালো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ