উত্তর - জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে --- এই পাঁচ (৫) জন রবীন্দ্র প্রভাবমুক্ত কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব বলা হয়।ভাষায় তাঁদের আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব বলার কারণ :- বিংশ শতাব্দীর ত্রিশের দশকের বিশিষ্ট পাঁচ (৫) জন কবি।