বাংলাদেশে প্রচলিত নয় ধরনের নোট চালু আছে। ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০। সব নোট তো সরকারি নোট, বেসরকারি কোন নোট কি আছে ? আমি জানি যে এক এবং দুই টাকার নোট অর্থ মন্ত্রনালয়ের আওতায়। আর বাকী ৭ টা নোট বাংলাদেশ ব্যাংক এর আওতায় আছে। এছাড়া বাংলাদেশে ব্যাংক এর অপ্রচলিত অনেক নোট এবং কয়েন রয়েছে। যেগুলোকে স্মারক নোট বলা হয়। এই ধরণের নোটে বিনিময় করা যায় না। ২৫, ৭০, ১০০০০ এমন অনেক স্মারক নোট রয়েছে।