শেয়ার করুন বন্ধুর সাথে

অনেক সময় আয় ও সম্পদ শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এ ধারনা ঠিক নয়। আয় বলতে বোঝায় সম্পদের সৃষ্ট ফল।যেমন মোটরগাড়ি পরিবহন কার্যে ব্যবহৃত হয় যা মানুষের হস্তান্তর গমনের প্রয়োজন মিটায় তা হলো আয়। আবার সেবামূলক কার্যও যথা : মায়ের সেবা, শিক্ষকের বা চিকিৎসকের সেবামূলক কার্য মানুষের অভাবমোচন করে। সুতরাং এইসব কার্য থেকে যে তৃপ্তি প্রবাহিত হয় তার মূল্যকেও আয়েল অন্তর্ভুক্ত করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ