বীর্য পাতলা বা ঘন হওয়ার সাথে সন্তান জন্মদানের কোনো সম্পর্ক নেই। বীর্যের ২০% শুক্রাণু জীবিত থাকলেই তা সন্তান জন্ম দিতে সক্ষম। তবে ঘন বীর্যে পাতলা বীর্যের তুলনায় শুক্রাণু বেশি থাকে।  বীর্য ঘন করতে নিয়মত পুষ্টিকর খাদ‍্য গ্রহণ করতে হবে এবং হস্তমৈথুনের অভ‍্যাস থাকলে তা বাদ দিতে হবে।