শেয়ার করুন বন্ধুর সাথে

ভীমরুল হলো বোলতার মতো এক প্রকারের পতঙ্গ। কিছু কিছু প্রজাতির ভীমরুল দৈর্ঘ্যে ৫৫ মিমি. পর্যন্ত হতে পারে। ভীমরুল জাতীয় পতঙ্গরা Vespa গণের অন্তর্গত। ভীমরুলের কামড়ে ক্ষতস্থানে ইনফেকশন হতে পারে এমনকি গায়ে জ্বরও আসতে পারে। এমতাবস্থায় ক্ষত সারাতে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভীমরুল মূলত হূল ফুটিয়ে দংশন করে থাকে। এমতাবস্থায় প্রথমেই লক্ষ্য করা উচিত ক্ষতস্থানে কোনো হুল ফুটে রয়েছে কি না। হুল থাকলে তা বের করে ফেলতে হবে। পাতলা কাপড় পরতে হবে, ক্ষতস্থান আটসাঁট হয়ে থাকে এমন কোনো কাপড় পরা উচিত না। ক্ষতস্থানে পরিস্কার রাখতে হবে যেন কোনো ধরনের ইনফেকশন না হয়, এর জন্য ক্ষত স্থানে বরফ দিতে হবে। এছাড়া ইনফেকশন থেকে মুক্তি পেতে ক্ষতস্থানে টুথপেস্ট/ভিনেগার/বেকিং সোডা লাগাতে হবে। বাসাতে প্রাথমিক এই চিকিৎসাগুলো করার পরে পরবর্তী প্রতিরোধক ব্যবস্থা নিতে একজন ভালো বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ