শেয়ার করুন বন্ধুর সাথে

মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার য়ার পরে বিচারকরা সাধারণত কলমের নিব বা মাথা ভেঙে ফেলেন। কিন্তু কেন এমন করেন? কারণটা আমাদের অনেকেরই জানা নেই।  ব্রিটিশ শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। একাজ করার পিছনে কারণ একটি নয়, রয়েছে একাধিক কারন। যেমন: কোনও একটি কলম দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখার  পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনও বিচারের কাজ করতে চান না কারণ ওই কলমটিকে তখন অশুচি বা অশুভ বলে মনে করা হয়। আর এই কলমের নীব ভেঙ্গে ফেলাটা একটি প্রচলিত প্রথা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ