আসলে কুকুর যেখানেই যায় তার রাস্তা মনে রাখার চেস্টা করে আর তার জন্য সে তার কিছু চিনহ রেখে যায়। এই যে দেয়ালে, গাড়ির চাকায় বা উঁচু স্থানে সে মূত্র ত্যাগ করে সে আসলে তার মূত্রের গন্দ্ব রেখে যায় যা ব্যাবহার করে সে,আবার তার পুরনো স্থানে ফেরত আসে সেটা হতে পারে তার এলাকা বা মনিবের বাসা। এছাড়া এই চিনহের মাধ্যন এই গন্দ্ব শুঁকে পথ চলার গুণ টা তার সহজাত আর ইউনিক গুন। কুকুর ছাড়াও আরো কিছু পশু মূত্র বা অন্য কিছুর মাধ্যমে তাদের নিজেদের এলাকা নির্ধারণ করে থাকে। তাই বলা যায় এলাকা নির্ধারন ও চিনহিত করতেই তাদের এই অভ্যাস।